হরতাল চলাকালে রাস্তায় বসে মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন পাঠ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : রবিবার সারা দেশে হেফাজত ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা চললেও রাজধানীতে যান চলাচল স্বাভাবিক ছিলো। ২৭ই মার্চ রবিবার সকাল ৬টা থেকে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যান চলাচল বাড়তে থাকে।

সেদিন কয়েকটি স্থানে বিক্ষিপ্ত মিছিল করেছে হেফাজতে ইসলাম। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা দেশেই পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে। হেফাজত ইসলামের ডাকা হরতাল চলাকালে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি ছবিতে দেখা গেছে, তলোয়ার হাতে ঘোড়ার ওপরে উঠে মিছিলের সামনে থেকে এগিয়ে যাচ্ছেন এক মাদ্রাসার ছাত্র।

ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গেছে, পাঞ্জাবি আর টুপি পরা কয়েকজন ব্যক্তি রাস্তার পাশে বসে থাকা পুলিশ সদস্যদের মধ্যে কলা ও পানি বিতরণ করছে। এই ছবি শেয়ার দিয়ে অনেকেই বলছেন, এভাবে হরতাল পালন করা শন্তিপূর্ণ।

ভাইরাল হওয়া আরো একটি ছবিতে দেখা গেছে, কয়েকজন মাদ্রাসার  শিক্ষার্থীরা রাস্তার মাঝে পাটি বিছিয়ে ছোট টেবিল নিয়ে কুরআন পাঠ করতে বসে গেছেন। হরতালের মধ্যে রাস্তায় বসে পড়ার এমন বিরল দৃশ্যটি কোথায় তা যাচাই করা যায়নি। তবে এক ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, গত কয়েকদিনে নিহত মাদ্রাসার  শিক্ষার্থীদের জন্য দোয়া করতে কোরআন খতম চলছে।

add-content

আরও খবর

পঠিত