নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ থেকে সিলেট যাওয়ার সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহত সকলেই নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
নিহতরা হলেন, ফতুল্লার পাগলা মুসলিমপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে আইএফসিআই ব্যাংকের কর্মচারী আব্বাস উদ্দিন (৫৫), তার ছেলে ইমন (২৫), ছোট ছেলে রাব্বি (২০), একই এলাকার আবুল গণি তালুকদারের ছেলে মো. খলিলুর রহমান (২৫), মুসলিমপাড়া কুসুমবাগ এলাকার মৃত গিয়াসউদ্দিনের মেয়ে সুমনা আক্তার (৩৫), একই এলাকার তোতা খানের ছেলে ইমরান (১৬), আবুল হোসেনের ছেলে রাজিব (২৫), ঢাকা মতিঝিলের মজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার (২৫), একই এলাকার হাজী মহসীন (৭০)। আহতরা হলেন, বেলায়েত হোসেনের মেয়ে খাদিজা (৪), আবুল হোসেন (৫৫), রফিক (৪০), নাদিম (৩৫)।
শেরপুর হাইওয়ে থানার ওসি এরশাদুল হক জানান, সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি হাইয়েছ মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ৮ যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহত ৫ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয়।