নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হবিগঞ্জ থেকে অপহৃত মাদ্রাসা ছাত্র মো. আলাউদ্দিনকে (১৩) উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার (১৯ জুন) রাতে বন্দর শাহী মসজিদ এলাকা থেকে অপহরণকারী মো. কামাল মিয়াকে (৩৫) গ্রেফতার করে র্যাব। অপহৃত মাদ্রাসা ছাত্র মো. আলাউদ্দিন এবং গ্রেফতারকৃত অপহরণকারীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত কামাল মিয়া সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার সিরাজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গত সোমবার সন্ধ্যা ৭টার সময় হবিগঞ্জের চুনারুঘাটের রামশ্রী সৈয়দ রিয়াজুর রহমান হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভিকটিম মো. আলাউদ্দিনকে (১৩) তার ফুফা পরিচয় দিয়ে ১০ মিনিটের কথা বলার কথা বলে মাদ্রাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে মো. আলাউদ্দিনকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে আটক রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছ থেকে ৮৫,০০০ টাকা মুক্তিপণ দাবী করে। পরবর্তীতে, আলাউদ্দিনের বাবা বাদী হয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় একটি অভিযোগ করে, যার প্রেক্ষিতে চুনারুঘাট থানার মামলা নং-১৮ রুজু হয়। অপহরণ সংক্রান্তে মামলার বিষয়টি ভিকটিমের বাবা র্যাব-১১ কে জানান এবং অপহৃত শিশুকে উদ্ধারের জন্য সাহায্য চান।
র্যাব আরো জানায়, র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল আলাউদ্দিনকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের অভিযান শুরু করে। পরবর্তীতে তারা নারায়ণগঞ্জে বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে জেলার বন্দর থানার বন্দর শাহী মসজিদ এলাকা হতে মো. আলাউদ্দিনকে উদ্ধার করে ও অপহরণকারী মো. কামাল মিয়াকে (৩৫) গ্রেফতার করে।