হত্যা মামলায় অয়ন ওসমানসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত এসেছে।

এ বিষয়ে গণমাধ্যমকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম জানান, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়, তার সঙ্গে অভিযুক্তদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

তবে প্রসিকিউশন আটজনের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও জানা গেছে, অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছেন ‘গডফাদার’ খ্যাত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অভিযুক্তদের সবাই নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

add-content

আরও খবর

পঠিত