নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন তাঁতীপাড়া নাগবাড়িস্থ একটি সেলুনে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে সেলুনের দুইটি ধারালো ক্ষুর দ্বারা ডান পায়ের পিছন সাইডে পোচ দিয়ে রগ কেটে দেয়ার ঘটনায় মো. ফরহাদ আহম্মেদ আহাদ (২৭) এবং মো. রানা (২৪) নামে দুই জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতর করেছে র্যাব ১১ এর সদস্যরা। ১৪ই ডিসেম্বর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন বেপারী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
১৪ই ডিসেম্বর মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত জানান, গত ৮ই ডিসেম্বর নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন তাঁতীপাড়া নাগবাড়িস্থ একটি সেলুনে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে সেলুনের দুইটি ধারালো ক্ষুর দ্বারা ডান পায়ের পিছন সাইডে পোচ দিয়ে রগ কেটে দেয়, তাতে ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে পরিবারের লোকজন ভিকটিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।