নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় আহত বাসের হেলপার আকাশ (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত আকাশ মৌমিতা পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন। ৫ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টায় দুর্ঘটনা ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া আকাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বজনদের সূত্রে এসআই বাচ্চু মিয়া জানান, আকাশের বাড়ি সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ কাঠের পুল এলাকায়। সে মৌমিতা পরিবহনের একটি বাসের সহকারী হিসেবে কাজ করতো। ট্রাকের ( কাভার্ড ভ্যান ) ধাক্কায় আহত হওয়ার পর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে মৌমিতা পরিবহনের চালক রকিবুল ইসলাম রাজু।
ঘটনার ব্যাপারে রাজু জানায়, বাসটি যাত্রাবাড়ী থেকে মহানগর পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য যাচ্ছিলো। সাইনবোর্ড চৌরাস্তায় গাড়ি ঘোরানোর সময় হঠাৎ দুই জন ট্রাফিক পুলিশ গাড়ি থামানোর সিগন্যাল দেয়। এসময় গাড়িটি যাতে নিরাপদে সাইড করতে পারে সেজন্য পেছন থেকে আসা অন্য গাড়িগুলোকে সাইড দেওয়ার সিগন্যাল দিতে বাস থেকে নিচে নামেন আকাশ।
এসময় একজন ট্রাফিক পুলিশ আকাশের পিঠ চাপড়ে সরে যেতে বলেন। এসময় রাস্তায় পড়ে যান আকাশ। তখনই পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আকাশকে ঢাকা মেডিক্যালে নেওয়া হয়।এ ঘটনায় স্থানীয় শ্রমিকদের বিক্ষোভে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। তাদের দাবি, ট্রাফিকের দোষে দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই কাদের মোল্লার নেতৃত্বে সার্জেন্ট আসাদ, কনস্টেবল হযরত আলীসহ আরেক কনেষ্টেবল সাইনবোর্ড এলাকায় দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন যাবত।সেখানে তারা যানজট নিরসনের চেয়ে যানবাহন আটক করে ঘুষ আদায়েই ব্যস্ত থাকেন বেশি সময়। ফলে কে কি করছে তা টিআই কাদের মোল্লা খোঁজ রাখেন না। টিআই এর দায়িত্ব অবহেলার কারণে এঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
এ বিষয়ে টিআই কাদের মোল্লা জানান, এ অভিযোগ সত্য নয়। দৌড় দিয়ে রাস্তা পারাপারের সময় আকাশ ট্রাক চাপায় নিহত হয়েছেন। কনেস্টেবল হযরত আলী ডিউটি শেষে বাড়ি চলে গেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, এটি একটি দুর্ঘটনা। তবে তদন্ত করে দেখছি।