হকারদের স্বপ্ন দেখিয়ে রাজনীতি শুরু করেছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :   নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, একটি বিশেষ শ্রেণির মানুষ এই হকারদের মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাদের নিয়ে রাজনীতি শুরু করেছে। অনশন করছে। চাষাঢ়ায় শহীদ মিনারে দাঁড়িয়ে যখন তারা বলে যে শেখ হাসিনা গরীবের পেটে লাথি দিয়েছে, তখন আমি ধৈর্য্য ধরে রাখতে পারি না। কারণ ওই বিশেষ শ্রেণির মানুষ তাদেরই প্রেসক্রিপশন অনুযায়ী চলছে, যারা এই হকারদের উচ্ছেদ করেছে। তবে ধৈয্যেরও একটা সীমা আছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর ইসদাইরে ওসমানী স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শামীম ওসমান আরো বলেন, শুধু অবকাটামো উন্নয়ন নয়, উন্নয়ন হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন করা। যদিও আমি ফুটপাতে ব্যবসার পক্ষপাতিত্ব করি না। উচ্ছেদের অন্তত দুই মাস আগে সময় দিলেও গরীব হকাররা হয়তো তাদের পুঁজি উঠিয়ে নিতে পারতো। তারা ক্ষতিগ্রস্ত হতো না। ধর্মীয় দৃষ্টিকোন থেকে মনে করি মানুষের রুটি রুজি কেড়ে নেয়া উচিত নয়।

তিনি বলেন, বর্তমান সরকারের ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষে ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ওই মেলায় সরকারি বিভিন্ন দপ্তরে ৯০টি স্টল তৈরি করা হয়। যেখানে নগরীর বিভিন্ন সেবা সম্পর্কে জানা যাবে। এছাড়াও সিভিল সার্জনের স্টল থেকে বিভিন্ন সেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হবে এবং মহিলা বিষয়ক স্টল থেকে নারীদের তৈরি পোশাক ও বুটিকের বিভিন্ন সামগ্রী ক্রয় করা যাবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিষয়েক সচিব একেএম মোজাম্মেল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিষয়ক অতিরিক্ত সচিব মো. ইমদাদুল হক, বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এহসানুল হক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত