নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হকারদের পুনর্বাসনসহ ছুটির দিনে ও বিকেল ৫টার পর ফুটপাতে বসতে দেয়ার দাবীতে অনশন করবে হকাররা। বুধবার ১০ জানুয়ারী বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয় নারায়ণগঞ্জ জেলা হকার সংগ্রাম পরিষদ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত ২৫ ডিসেম্বর ১৭ থেকে হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা হয়েছে। আমরা হকারদের পুনর্বাসন করাসহ ছুটির দিনে ও বিকেল ৫টার পরে ফুটপাতে বসতে দেয়ার দাবীতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। সংকট সমাধানে, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছি। জেলা প্রশাসক মহোদয় হকারদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। হকারদের পুনর্বাসনের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রসহ নামের তালিকা নিয়েছেন কিন্তু প্রকৃত অর্থে সংকট সমাধানে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেনি। শুধু সময় কালক্ষেপন করে চলেছে। হকারদের কোথাও বসতে দেয়া হচ্ছে না। গত ১৫দিন ধরে ব্যবসা বন্ধ থাকার কারনে হকাররা পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে বসেছে। শীতবস্ত্রগুলো এই মুহুর্তে বিক্রি করতে না পারলে ঋণের বোঝা মাথায় নিয়ে হকারদের মরতে হবে, বাঁচার কোন পথ থাকবে না। নেতৃবৃন্দ বলেন না খেয়ে মরার চেয়ে লড়াই করে মরা অনেক ভাল, এভাবে আর চলা সম্ভব না। বাঁচার দাবীতে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। নেতৃবৃন্দ বৃহস্পতিবার সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে অবস্থান নিয়ে বিকাল ৫টা পর্যন্ত অনশন কর্মসূচী পালনের ঘোষনা দেন। অনশন কর্মসূচীতে হকার্স সংগ্রাম পরিষদের কেন্দ্রিয় নেতৃবৃন্দসহ জাতীয় নেতৃবৃন্দ সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। সকল হকারদের সকাল ১০টায় চাষাড়া শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ণ কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, মহানগর হকার্সলীগের সভাপতি রহিম মুন্সী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পলাশ। সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল হাই শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএম শাহীনসহ হকার নেতৃবৃন্দ।