নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সড়ক-মহাসড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেয়া হবে না এমন মন্তব্য করে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, ঘরমুখী মানুষের এবার ঈদযাত্রা যেন নির্বিঘœ হয় পুলিশ সে ব্যবস্থা নিয়েছে। এবারের ঈদযাত্রা হবে যানজটমুক্ত ও ভোগান্তিহীন। সড়ক-মহাসড়কে কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। যেকোনো ধরনের ছিনতাই ও চাঁদাবাজি রুখতে আমরা জিরো টলারেন্সে নিয়েছি, অভিযোগ পেলে এতে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তবুও সবদিক বিবেচনা করে আমরা শোলাকিয়া সহ ঢাকা রেঞ্জের প্রতিটি জায়গায় ও ঈদগাহেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এবার শোলাকিয়া ও স্থানিয় এলাকার প্রতিটি মেস বাড়িতে আগাম তল্লাশী করা হচ্ছে। আগাম গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ও তথ্য নেওয়া হয়েছে। পুলিশ যেকোনো অবস্থা মোকাবিলায় প্রস্তুুুত রয়েছে।
এছাড়াও শ্রমিকরা যেন বেতন ভাতা নিয়ে কোনো আন্দোলনে না যায় সেজন্য আমরা রুগ্ন প্রতিষ্ঠানগুলোর তালিকা করে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। ছুটির আগেই শ্রমিকদের বেতন ভাতা দিতে হবে এবং আশা করি ঢাকা রেঞ্জে এ নিয়ে কোনো আন্দোলন কিংবা সমস্যার সৃষ্টি হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ বিপিএম ও পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. মেহেদী ইমরান সিদ্দিকী, কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার, ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।