নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নারায়ণগঞ্জের বন্দর এলাকার ৬ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার তাওলাদ হোসেনের ছেলে স্কুল ছাত্র ইমন(১৭), একই এলাকার নূরুল হকের ছেলে স্কুল ছাত্র রিফাত (১৮) ও খোরশেদ আলমের ছেলে মাইক্রোবাস চালক সোহান(২০) বন্দরে নবীগঞ্জ এলাকার শাহীন (১৭) রশীদ (১৮) ও সাগর।
এ ঘটনায় আহত হয়েছেন চারজন। আহতরা হলেন, বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে বিজয়(১৭) একই এলাকার সাইদুর রহমানের ছেলে আবিদ(১৭) ও বন্দরের নবীগঞ্জ এলাকার আকাশ মালিবাগের জিসান।
এলাকাবাসী জানান, নারায়ণগঞ্জের বন্দর এলাকার কয়েকজন বন্ধু সহপাঠী মিলে বৃহস্পতিবার রাতে মাইক্রোবাস যোগে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। সবাই এসএসসি পরীক্ষাথী বলে জানা গেছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কয়েকজন সহপাঠী মিলে বৃহস্পতিবার রাতে মাইক্রোবাস যোগে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। নারায়ণগঞ্জ থেকে সিলেটগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ঢাকা-সিলেট মহাসড়কে যমুনা ব্রিকফিল্ডের সামনে সিলেট থেকে ছেড়ে আসা লিমন পরিবহনের একটি বাসের সঙ্গে ওই মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।