নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্যাভলনের মূল্য বেশি রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) সদর উপজেলার ফতুল্লা থানার অন্তর্গত শাসনগাঁও কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এতে নেতৃতা্ দেন জেলা সহকারী পরিচালক সেুলমুজ্জামান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং জেলা প্রশাসকের নির্দেশনায় এসময় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জানা গেছে, ২২০ টাকার মূল্যের স্যাভলন ৪৫০ টাকা এবং ৪৪ টাকা মূল্যের স্যাভলন ১০০ টাকায় বিক্রি করার অপরাধে শাসনগাঁও কাঁচাবাজার এলাকায় উসিলা ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ২০,০০০ (বিশ হাজার), সদর উপজেলার পঞ্চবটি এলাকায় মসজিদ মার্কেটে অবস্থিত মেহেদি ফার্মেসিকে ১০,০০০ (দশ হাজার) টাকা এবং পঞ্চবটি এলাকায় গফুর মার্কেটে অবস্থিত আনোয়ার কনফেকশনারীকে ২০,০০০ (বিশ হাজার টাকা) জরিমানা আদায় করা হয়। এসময় সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি টিম।