নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর সংবাদদাতা ) : রোরী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সাইড গৃহবধূ স্মৃতি রানী বর্মণ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে। রবিবার (১৯) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সাইডের সভাপতি এম এ মতিন বলেন, আর কোন মেয়ের মৃত্যু যেন এভাবে না হয়, এজন্য শীগ্রই আসামীদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এরা যেন কোন ভাবেই দেশ ছেড়ে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে।
হরি চরণ বর্মণ নিজের মেয়ের হত্যর বিচারের দাবি করে বলেন, বিয়ের পর বার বার আমি যৌতুকের টাকা দিসি, যৌতুকের টাকা দিয়ে লন্ডন গেছে। লন্ডন গিয়ে মাইয়াটার খোঁজও করে নাই ঠিকমত। লন্ডন থেকে আইসা আবার টাকা চাইছে। এমনে এমনে কইরা আমার থেকে ১০ লক্ষ টাকা নিছে। এক সময় মাদক নিয়া আইসা রাতে আমার মাইয়াটারে অনেক মারধর করত। ৯ তারিখে আবার ৪ লক্ষ টাকা চাইছে। মেয়ে প্রতিবাদ করায় হাত-পা বেঁধে মারা শুরু করে। মারতে মারতে আমার মেয়েরে মাইরাই ফেলছে। মামলা করছি, সব পলায় গেছে। তাদের গ্রেফতার ও আমার মেয়ে হত্যার দাবি চাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিবার সাইডের সভাপতি এম এ মতিন, সাধারন সম্পাদক চৌধুরী আরিফ, আহসান, সুমন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন করে স্মৃতি রানী বর্মণকে (২৮) হত্যা করা হয়। এ ঘটনায় স্মৃতি রানী বর্মণের পিতা নরসিংদী জেলার শিবপুর থানার সাং চক্রদা গ্রামের বাসিন্দা হরি চরণ বর্মণ (৬০) বাদী হয়ে ১২ আগস্ট আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।