নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছসেবকলীগের সাধারন সম্পাদক ও নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো: সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। ২৭ই জুলাই মঙ্গলবার বিকালে কাউন্সিলর কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দরা।
এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপির সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল নেতৃবৃন্দদের নিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দুলাল প্রধান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নতুন উদ্যমে কাজ শুরু করে স্বেচ্ছাসেবক লীগ। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনা আক্রান্ত হন আমাদের নেতা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন। বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্রগুলো যেখানে ভ্যাকসিন সংগ্রহে ব্যর্থ, ঠিক তখনই ভ্যাকসিন কূটনীতিতে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরুতেই ভ্যাকসিন পেয়ে গেছে আমাদের বাংলাদেশ।
কাউন্সিলর দুলাল আরো বলেন, তৃণমূলে দলকে আরো শক্তিশালী করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি, আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগ আজ শক্তিশালী সংগঠন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এবং করোনা দুর্যোগ কাটিয়ে পৃথিবীতে উঠুক নতুন রাঙা সূর্য। ২৭ই জুলাই শুধু স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, দেশ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়েরও জন্মদিন। জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়কে জানাই শুভ জন্মদিন।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমল, ক্রিড়া সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য জিয়াউল হক বাবু, শাহনেওয়াজ রাহাত, রফিক মনা, সালাউদ্দিন, কামাল উদ্দিন ও মহানগর ছাত্রলীগ নেতা অপু তালুকদার প্রমুখ।