স্বেচ্ছাসেবকদের উপর হামলার নিন্দা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখা।

বুধবার (১৪ মে) সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করে এ হামলার নিন্দা ও সমবেদনা প্রকাশ করেন জামায়াত নেতারা।

এসময় মহানগর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যে কোনো কল্যাণধর্মী কাজে ও সমস্যা সমাধানে জামায়াত সিটি কর্পোরেশনের পাশে থাকবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, যেসব সন্ত্রাসী এই হামলা চালিয়েছে, তাদের প্রত্যেককেই দ্রুত গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘবের জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, বর্ষার আগে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। যানজট নিরসনে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ মো. ইসমাইল, সেক্রেটারি অমিত হাসানসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এই সাক্ষাৎকালে নেতারা সিটি কর্পোরেশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 

 

add-content

আরও খবর

পঠিত