স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জের ৪১০৫ মসজিদে হবে ঈদ জামাত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী জেলার ৪ হাজার ১০৫ টি মসজিদে এবার স্বাস্থ্যবিধি মেনে ৮ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে এবার ঈদগাহ বা খোলা ময়দানে কোন ঈদ জামাত অনুষ্ঠিত হবে না । গণ্যমাধ্যম কর্মীদেরকে এ তথ্য জানিয়েছেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জাকির হোসাইন।

তিনি জানান, নারায়ণগঞ্জ জেলায় এবার আমাদের তালিকা অনুযায়ী মসজিদ রয়েছে ৪ হাজার ১০৫টি। আমরা ইতোমধ্যে সবার সাথে যোগাযোগ করে তাদেরকে দিক নির্দেশনা জানিয়ে দিয়েছি। এবার কোন কেন্দ্রীয় ঈদের জামাত বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। আমাদের হিসেব অনুযায়ী জেলায় এবার প্রায় ৮ হাজার ঈদ জামাত অনুষ্ঠিত হবে । আশা করছি সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হবে।

জাকির হোসাইন জানান, এবার প্রতিটি মসজিদে হবে একাধিক ঈদ জামাত। যেহেতু করোনার সংক্রামণ এখন বেশি তাই এবারো গত বছরের মত কোন খোলা ময়দান বা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না আর তাই কোন কেন্দ্রীয় জামাত অনুষ্ঠিত হবে না। প্রতিটি মসজিদে কর্তৃপক্ষ মিলে সুবিধাজনক সময়ে একাধিক ঈদের জামাতের সময় নির্ধারণ করবেন। ঈদের নামাজ অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, প্রতিটি মসজিদেই সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ অনুষ্ঠিত হবে। জীবাণুনাশক দিয়ে মসজিদের মেজে পরিষ্কার করতে হবে। মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পড়তে হবে এবং জায়নামাজ বাধ্যতামুলক আনতে হবে। ঈদের জামাতে মসজিদে স্থান সংকুলান না হলে পরবর্তী জামাতে নামাজ আদায় করতে হবে।

add-content

আরও খবর

পঠিত