স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জম্মতিথি উৎসব পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্ট ) : স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জম্মতিথি উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ১৭ জানুয়ারি ) সন্ধ্যায় নগরীর রাম কৃষ্ণ মিশন আশ্রমে এই সভা অনুষ্ঠিত হয় । নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথনন্দজী মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক ও স্বামী বিবেকানন্দ যুব সংঘের আহ্বায়ক শ্রী তারাপদ আচার্য্য ।

সভায় বক্তব্যে রাখেন শ্রীমা সারদা সংঘের সহ-সভানেত্রী শ্রীমতী কৃষ্ণা হাওলাদার, শ্রী ডাঃ সঞ্জয় কুমার সাহা, শ্রী প্রফেসর দিলীপ সাহা, স্বাগত বক্তব্যে রাখেন স্বামী বিবেকানন্দ যুব সংঘের সদস্য সচিব শ্রীতপু বিশ্বাস । সভায় স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জম্মতিথি উৎসব উপলক্ষে স্বামী বিবেকানন্দের জীবনী দর্শন নিয়ে আলোচনা করা হয় । এরপর শ্রী তারাপদ আচার্য্য র‌চিত স্বামী বিবেকানন্দের জীবনী আ‌লো‌কে এক‌টি নাটক প‌রিদর্শণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত