নারায়নগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত আল রহমান লিংকন ) : করোনা প্রার্দুভাবে বেহাল অবস্থায় গোটা বিশ্বের সকল মানুষ। ভালো নেই নিম্মবিত্ত কি মধ্যবিত্তরাও। এমন পরিস্থিতিতে স্বামীর সংসার নিয়ে নিজ কন্যা ব্যস্ত সময় পার করলেও খোঁজ নেয়নি মায়ের। তিন মাসের ঘর ভাড়া না দেয়ায় বাড়ির মালিকের চাপে বাধ্য হয়ে ছাড়তে হয়েছে ভাড়া টিনসেড ঘরটি। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দুইনং রেলগেইট এলাকায় রাস্তার পাশে কিছুক্ষণ বসে কিংবা শুয়ে শ্বাসকষ্ট যন্ত্রনা নিয়ে নিজের এমনই এক করুন অবস্থা জানায় বৃদ্ধ মহিলা রোকেয়া।
জানা গেছে, বায়ান্নো বছর বয়সী রোকেয়া বেগম তল্লা এলাকার বাসিন্দা। ছোট মসজিদ এর পাশে কেরা মাদবরের নাতি রবিউলের টিনসেড বাসায় ভাড়া থাকতো। আজ সকালেই তাকে বের করে দিয়েছে বাড়ির মালিক রবিউল। তার দুই মেয়ে রয়েছে, তবে তারাও স্বামীর সংসার নিয়ে ব্যস্ত, এমন অভিযোগ জানায় অসহায় মা রোকেয়া বেগম।নেই কোন ছেলে সন্তানও।আগে বড় মেয়ের জামাই আর অসুস্থ রোকেয়া বেগমের ভাবি মিলে ঘর ভাড়া দিত, এখন আর কেউ তাকে সহযোগীতা করেনা। জমে গেছে তিন মাসের ভাড়াও তাই এখন ঘর ছাড়া তিনি। একমাত্র উপার্জনকারী স্বামীও মারা গেছেন আট বছর হলো। গুচ্ছিত থাকা অর্থও শেষ, তাই জীবীকা নির্বাহ অসহনীয় হয়ে পড়েছে।তাই কোথাও মাথা গুজার ঠাই না পেয়ে বের হয়ে পড়েছে সড়কে। নারায়ণগঞ্জ ২ নং রেল গেইট আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে এখন তার বর্তমান অবস্থান।
প্রতিবেদক এসব কিছু জানার পরে মেয়ে ও মেয়ের স্বামী কিংবা ওই বাড়িওয়ালার মুঠোফোনে ব্যবহৃত নাম্বার চাইলেও দিতে চান নি তিনি। ক্ষোভ নিয়ে বলেন, তাদের কোন সহযোগীতা আমি চাইনা। মাফ করে দাও বাবা। আমি তাদের সাথে কোন যোগাযোগ করবোনা। আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। রাস্তার পাশে কিছুক্ষণ বসে কিংবা শুয়ে মৃত্যু যন্ত্রনায় শ্বাসকষ্টে ভুগছেন বলে তিনি জানায়।
তাঁর হয়ে মানবিক বিবেচনায় প্রতিবেদকের অনুরোধ : করোনা প্রার্দুভাবে কেউ কি আছেন, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় বাড়িওয়ালা, তাঁর পরিচিত যে কেউ, তাকে যথাযথ সহযোগীতা করে সমাধানে উনার এই অবস্থার উন্নতি ঘটাতে এগিয়ে আসবেন ?