স্বামীর লাশ আনতে নিউজিল্যান্ড যাচ্ছেন ফারুকের স্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত বন্দরের ওমর ফারুকের লাশ আনতে নিউজিল্যান্ড যাচ্ছেন তার স্ত্রী সানজিদা জামান নিহা। প্রয়োজনীয় কাগজপত্র চলে এলেই নিউজিল্যান্ড রওনা হবেন তিনি। ফারুকের আত্মীয় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এ কথা জানান।

চেয়ারম্যান মুকুল বলেন, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করা হচ্ছে। প্রক্রিয়াগত কাজ শেষ হওয়ামাত্র ফারুকের লাশ গ্রহণ করতে নিউজিল্যান্ড রওনা হবেন নিহা।

বাবা-মায়ের একমাত্র ছেলে ছিলেন ফারুক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। জীবিকার তাগিদে ২০১৫ সালে পাড়ি জমিয়েছিলেন সুদূর নিউজিল্যান্ডে। দেশটির নাগরিকত্বও পান তিনি। সেখানে একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন ফারুক। ২০১৭ সালের ডিসেম্বরে ছুটিতে দেশে এসে বিয়ে করেন একই এলাকার নিহাকে। বিয়ের কিছু দিন পরই নিউজিল্যান্ড ফিরে যান তিনি। পরে গত বছরের ১৬ নভেম্বর ছুটি নিয়ে আবারও দেশে আসেন। কিছুদিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে ১৮ জানুয়ারি নিউজিল্যান্ড ফেরেন। তার স্ত্রী সানজিদা জামান নিহা বর্তমানে তিন মাসের অন্ত:সত্ত্বা।

add-content

আরও খবর

পঠিত