নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তেল-গ্যাস জাতীয় সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটি কমিটির সদস্য সচিব এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, ত্বকী হত্যার বিচার ত্বকীর জন্য নয় বরং আমরা যারা বেঁচে আছি তাদের সন্তানের জন্য যারা জন্মগ্রহণ করবে তাদের নিরাপদ ভবিষ্যতের জন্য প্রয়োজন। আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির জন্যই এ হত্যার বিচার জরুরি। মানুষ আজ সকল স্থানে অনিরাপদ। সকল অনিরাপত্তা দূর করার উপায় এ হত্যাকান্ডের বিচার হওয়া। আজকাল সব কিছুর দাম বাড়ে কিন্তু মানুষের দামই কেবল বাড়ে না। নগরীর ২ নং রেলগেট প্রাঙ্গণে বিকালে ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে গণ সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তানভীর মুহাম্মদ ত্বকি হত্যার চার বছর উপলক্ষে দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ত্বকীর পিতা রফিউর রাব্বি ও ত্বকী মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ ৬ মার্চ সকালে পুরাতন বন্দর সিরাজ শাহের মাজারে নেতা-কর্মীরা ত্বকীর কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। ত্বকীর বাবা রফিউর রাব্বি সন্তানের কবর ধরে কিছুক্ষণ দাড়িয়ে থেকে কবরে চুমু খাবার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় নিহত ত্বকীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সদস্য সচিব অঞ্জন দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখীল দাস, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথিন চক্রবর্তী, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির পক্ষে উজ্জ্বল উচ্ছাস উদীচির নারায়ণগঞ্জের নেতাকর্মী ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মী ও কবি সাহিত্যিকসহ সমাজের বিশিষ্টজনেরা।
অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, কেন বিচার হয়নি তা আপনারা জানেন। আইন শৃঙ্খলা বাহিনীর অদক্ষতার কারনে হয়নি ব্যাপারটি এমন নয় বরং সরকারের সদিচ্ছার কারনেই বিচারটি হচ্ছেনা। সবাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন, আমরাও সেদিন বিচার চেয়ে বিবৃতি দিলাম তাহলে প্রশ্ন জাগে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করলে প্রধানমন্ত্রির হস্তক্ষেপ কেন চাইতে হবে? ত্বকী, সাগর-রুনি, অভিজিৎ সবগুলো হত্যাকান্ডের বিচার থমকে আছে। মানুষ এ হত্যাকান্ডের কথা ভুলবে না। সরকার যত বিলম্ব করবে খুনীদের সাথে সাথে সরকারের দায় ও বাড়তে থাকবে। সরকার আরো কলংকিত হবে। গণ মানুষের পক্ষের আন্দোলন থেকে ত্বকীর পিতা রফিউর রাব্বিকে নিষ্ক্রিয় করাই ত্বকী হত্যার উদ্দেশ্য।
সমাবেশে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহমুদুর রহমান মাসুম তার সূচনা বক্তব্যে বলেন, র্যাবের তথ্যমতে আজমেরী ওসমান এ হত্যাকান্ডের মূল এবং আমরা সবাই জানি রফিউর রাব্বি সিটি কর্পোরেশন নির্বাচনে আইভিকে সমর্থন করায় শামীম ওসমান হেরে গিয়ে ত্বকীকে হত্যার মাধ্যমে তার প্রতিশোধ নিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনীতিক পংকজ ভট্টাচার্য, অর্থনীতিবিদ এস.এম আকাশ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুর রহমান মাসুম, নাগরিক কমিটির সভাপতি আব্দুর রহমান, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ সমন্বয়ক নিখীল দাস প্রমুখ ।