স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খান এন্টারপ্রাইজ বিজয়ী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে উদ্বোধন হওয়া খান বাড়ী যুব ও ছাত্র সমাজের স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ৩০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মাসদাইর গুদারাঘাটস্থ খান বাড়ী মাঠে বিকেলে শুরু হওয়া ফাইনাল খেলায় বন্ধুমহলকে ১৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খান এন্টারপ্রাইজ।

টসে জিতে ৮ জন খেলোয়াড় নিয়ে ব্যাটিং করতে মাঠে নামে খান এন্টারপ্রাইজ। ৬ ওভারে ১১৬ রান নিয়ে বন্ধুমহলকে ১১৭ রান টার্গেট দিলে ১১৩ রান নিতে সক্ষম হয়ে বার্নাস আপ হয় দলটি।

আবুল খান,নাইম খান,সজীব খান,সামির খান ও সিয়াম খানের পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের হাতে ২১ ইঞ্চিএলইডি টিভি ও ট্রফি তুলে দেন দবির উদ্দিন খান, হাজী খোকন, রমজান খান, মো. শাজাহান,আ.রব খান ও দেলোয়ার। টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন পার্থ।

add-content

আরও খবর

পঠিত