স্বাধীনতা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন সোনার বাংলার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মরহুম আব্দুল বাসেদ চেয়ারম্যান মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ান ট্রফি সোনার বাংলার হাতে মো.জাহাগির কবির পোকন, সভাপতি মরহুম আ.বাসেত চেয়ারম্যান স্পোর্টস একাডেমি, সাধারন সম্পপাদক আলমগীর কবির বকুল, ফাউন্ডেশন সভাপতি, হানিফ কবির বাবুল উক্ত অনুষ্ঠান এ বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন দেল।

এ সময় বিশেষ অতিথি ছিলেন পোলষ্টার ক্লাবের সভাপতি লোকমান হোসেন, সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি আসলাম, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, কামরুজ্জামান, টিপু সুলতান শাহজাহান, নুর আলম, লিংকন, মাসিম কবির সাজিবুল হক চুন্নু ও প্রমুখ । খেলায় বিজয়ী স্বাধীনতা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন সোনার বাংলা ২১।

add-content

আরও খবর

পঠিত