নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আজ আপনারা অনেকেই হয়তো স্বপ্নপূরণ করতে পারেননি। অনেকেই ছোট বেলায় অনেক স্বপ্ন দেখেছেন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক ইত্যাদি। যে স্বপ্নগুলো এখনও পূরণ করা সম্ভব হয়নি। তাহলে কি এমনি করে র্ব্যাথতা নিয়েই পৃথিবী থেকে চলে যাবেন? তাই এই সুযোগটিকে কাজে লাগান। আপনাদের সেই সকল স্বপ্নপূরণ করতে চাইলে সন্তানদের মেধা বিকাশিত করে সন্তানদের কাজে লাগাতে হবে।
সোমবার ১৪ নভেম্বর বিকাল ৫টায় ডনচেম্বার ই.এস একাডেমীর বাৎসরিক মিলাদ, কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা ও ৫ম শ্রেনীর পি.এস.সি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ই.এস ন্যাশনাল একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি ডা. এ.কে.এম শফিউল আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ( উপ-পরিচালক, স্বাস্থ্য ) ডা. নিতীশ কান্তি দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দা মাহফুজা বেগম।
জেলা প্রশাসক অভিবাবকদের উদ্দেশ্যে আরও বলেন, সন্তান মানুষ করা অনেক কষ্ট। শিক্ষকদের চাইতে অভিবাবকদের ভুমিকা সবচেয়ে বেশী। আমরা যখন মরে যাব, তখন মৃত্যুর পরে সুযোগ্য ও নেককার সন্তান রেখে গেলে তাদের ভালো আমলগুলোই কেয়ামত র্পযন্ত আমাদের আমলনামায় চলে যাবে। তাই সন্তানকে মাদক, সন্ত্রাস ও দূর্নিতি থেকে দূরে রাখতে হবে। আমরা যদি একটি উন্নয়নশীল সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি তাহলে তারাই বলবে আমাদের র্পুবর্বতী বংশ আমাদের জন্য উন্নত বাংলাদেশ দিয়ে গিয়েছে।
উক্ত অনষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন সহ- সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি খন্দকার শাহ্ আলম, ডন চেম্বার জামে মসজিদ ও পঞ্চায়েতের সভাপতি নজরুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অভিবাবক ও প্রমুখ।