নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজিস্ব সংবাদ দাতা ) : বন্দরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ( ১০ জানুয়ারি) সকালে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ এর উদ্যোগে খেয়াঘাটস্থ কল্পনা খান মার্কেটে তার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খান মাসুদ বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ গ্রহণ করে। জাতির জনক পাকিস্তান থেকে ছাড়া পান ১৯৭২ সালের ৭ জানুয়ারি ভোর রাতে ইংরেজি হিসাবে ৮ জানুয়ারি। এদিন বঙ্গবন্ধুকে বিমানে তুলে দেয়া হয়। সকাল সাড়ে ৬টায় তিনি পৌঁছান লন্ডনের হিথরো বিমানবন্দরে। বেলা ১০টার পর থেকে তিনি কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, তাজউদ্দিন আহমদ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ অনেকের সঙ্গে। পরে ব্রিটেনের বিমান বাহিনীর একটি বিমানে করে পরের দিন ৯ জানুয়ারি দেশের পথে যাত্রা করেন।পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ডালিম হায়দার, শেখ মমিন, হোসেন, রাজু, সাদ্দাম, নূরজ্জামান, সানি, রতন, সুজন, অপু, সায়েম, আলমগীর, রফিক প্রমুখ। সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান খান মাসুদ।