নারাযণগঞ্জ বার্তা ২৪ : আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব। বুধবার (১০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বন্দরের লাঙলবন্দের স্নানঘাটগুলো পরিদর্শন করেছেন ৷
পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এখানে বাংলাদেশ ও ভারত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে৷ তাই প্রতি বছরের মতো এবারো আমাদের সিকিউরিটি প্লান রয়েছে৷ এবার আমরা বেশি গুরুত্ব দিচ্ছি৷ যেহেতু ২০১৫ সালে একটা ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আপনারা, সে কারণে আমাদের এখানে প্রায় ১৬শ পুলিশ এখানে কাজ করবে৷ তিন শিফটে কাজ করবে তারা৷ এখানে প্রায় ১৮টা স্নান ঘাট আছে৷ প্রতিটা স্নানঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে৷ পর্যাপ্ত মহিলা পুলিশ থাকবে মহিলা পুন্যার্থীদের নিরাপত্তার জন্য৷ পাশাপাশি চেকপোস্ট, মোবাইল পার্টি থাকবে৷ আমাদের অত্যাধুনিক কন্ট্রোল রুম থাকবে এবং ৮টা ওয়াচ টাওয়ারও করেছি৷ এছাড়া নৌ পুলিশের টহলও থাকবে৷
তিনি আরও বলেন, সবকিছু মিলিয়ে এটা যেহেতু একটি উৎসব সুতরাং পুন্যার্থীদের সাথে সাথে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এ উৎসব পালন করবে৷ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির মাধ্যমে এ উৎসবটি পালিত হবে বলে আমরা আশা করি৷
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিন্টু বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম, মহাতীর্থ লাঙলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, যুগ্ম সম্পাদক উত্তম সাহা প্রমুখ।