নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লায় রাজিয়া ইসলাম (১৯) নামে এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে স্বামী। আজ সকালে তুষারধারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের স্বামী রফিকুল ইসলাম তুষারধারা এলাকায় ভাড়া থাকতো। তার বাড়ি নওগাঁ জেলায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পলাতক স্বামীকে গ্রেফতারে অভিযান চলছে।