স্কুল ছাত্রীকে রাস্তায় উত্যক্তে অটো রিকশা চালকের কারাদন্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার এক স্কুল ছাত্রীকে রাস্তায় উত্যক্ত করার অপরাধে অটো রিকশা চালক হাবিব (২৫) কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ২৮ অক্টোবর সোমবার বেলা ১১টায় বন্দর উপজেলার সহকারি (ভূমি) কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফা খান এ কারাদন্ড প্রদান করেন।

জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা এনায়েতনগর এলাকার আব্দুল মান্নাফ শেখের ছেলে অটো রিকশা চালক বখাটে হাবিব প্রায় সময় বন্দর রুপালী আবাসিক এলাকার বাসিন্দা বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের প্রাথমিক শাখার স্কুল ছাত্রী (১১) কে র্দীঘ দিন ধরে উত্যক্ত করে আসছে। এর ধারাবাহিকতায় গত সোমবার সকাল ১০টায় স্কুল ছাত্রী স্কুলের যাওয়ার পথে উল্লেখিত বখাটে রিকশা চালক তাকে আবারও উত্যক্ত করে।

এ ঘটনায় স্থানীয় জনতা বখাটে রিকশা চালক হাবিবকে গনপিটুনি দিয়ে বন্দর ফাঁড়ি পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় ফাঁড়ি ইনর্চাজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বিষয়টি বন্দর উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনারকে অবগত করে। সংবাদ পেয়ে বেলা ১১টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফা খান দ্রæত ঘটনাস্থলে এসে বখাটে যুবক হাবিবকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে। পুলিশ ভ্রাম্যমান আদালত কর্তৃক কারাদন্ডপ্রাপ্ত আসামী বখাটে হাবিবকে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করে।

add-content

আরও খবর

পঠিত