সৌদি ও বাংলাদেশে একই দিনে রোজার চাঁদ!

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সাধারণ সৌদি আরবে রমজান মাসের চাঁদ আগে দেখা যায়। সৌদিতে চাঁদ দেখা গেলে বাংলাদেশের আকাশে চাঁদ না দেখলেও দেশের অনেকেই সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করেন। তবে এবার ঘটছে ভিন্ন ঘটনা। রমজান মাসের চাঁদ এবার সৌদি আরবের চেয়ে বাংলাদেশে আগে দেখা যাবে। এমনটাই জানিয়েছেন চান্দ্র মাসের গবেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ জিলানি মাহবুবুর রহমান।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টা বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে। বাংলাদেশ সৌদি আরবের চেয়ে আগে চাঁদ দেখবে। বাংলাদেশের তিন ঘণ্টা পরে (বাংলাদেশ সময় রাত নয়টা থেকে) চাঁদ দেখবে সৌদি আরব। বাংলাদেশের আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাপান চাঁদ দেখবে।

সৈয়দ জিলানি মাহবুবুর রহমান বলেন, গতকাল পৃথিবীর কোথাও চাঁদ দেখা যায়নি। চাঁদের জন্ম হয়েছে কনজানশনের পরে। কিন্তু যেহেতু আলোটা পৃথিবীতে এসে পৌঁছায়নি সেজন্য পৃথিবীর কোথাও, কেউ গতকাল চাঁদ দেখেনি। তবে, আজকে একটা ব্যতিক্রমী ব্যাপার হলো, সারা পৃথিবীর লোক একত্রে চাঁদ দেখবে। চাঁদ দেখা শুরু হবে জাপান থেকে বাংলাদেশ সময় বিকেল তিনটা দিকে জাপানে চাঁদ দেখা শুরু হয়েছে। একইভাবে বাংলাদেশে যখন সন্ধ্যা হবে তখন বাংলাদেশের সবজায়গায় চাঁদ দেখা যাবে।

সৈয়দ জিলানি মাহবুবুর রহমান বলেন, পৃথিবীতে এমনটা কখনও হয়েছে কিনা আমার জানা নেই যে, পুরো পৃথিবীর মানুষ এক সন্ধ্যায় চাঁদ দেখবে। এবার হচ্ছে।

তার মতে, পৃথিবীতে যেকোনো জায়গায় চাঁদ দেখা গেলে একযোগে সবাইকে রোজা রাখতে হবে। এটা কোরআন এবং হাদিস দ্বারা স্বীকৃত বলেও দাবি করেন তিনি।

add-content

আরও খবর

পঠিত