নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সৌদি আরবের আকাশে ১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, ১০ আগস্ট শনিবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর পরদিন অর্থাৎ ১১ আগস্ট রবিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারি করেছে। মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানায়।
৯ আগস্ট শুক্রবার সারাদিন মিনায় অবস্থান করে সে দিন রাতে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন তারা। ১০ আগস্ট শনিবার আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুৎবা দেওয়া হবে।
হজের খুৎবা শেষে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সেদিন সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাওয়া মুসল্লিরা।