সোহরাওয়ার্দী উদ্যান সভাস্থলে উপস্থিত হতে প্রস্তুত না:গঞ্জ মহানগর আওয়ামীলীগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ঐতিহাসিক ৭ই মার্চ এই দিন বাঙ্গালী জাতিকে স্বল্প সময়ের বক্তব্যের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের জন্য এক্যবদ্ধ করে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে (রেসকোর্স ময়দান) প্রতি বছর এই দিনটিকে ঘিরে কেন্দ্রীয় কর্মসূচীর আহবান করেন। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দলের সমর্থকরা কর্মসূচীতে অংশগ্রহন করে সমাবেশকে সফল করেন। আজ সেই ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচীর ঘোষনা দিয়েছেন দলটি। আর সেই সুবাধে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সভাস্থলে উপস্থিত হওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন।

এ বিষয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানান, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কালজয়ী সেই ৭ মার্চের ভাষনের দিন আজ। ৭১ সালে তৎকালীন রেসকোর্স ময়দান (বর্তমান) সোহরাওয়ার্দী উদ্যানে বাঙ্গালী জাতিকে জাগ্রত করা এবং স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহবান করেছিলেন জাতির পিতা। আর তার ডাকে সারা দিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করার জন্য পাকিস্থানীদের বিরুদ্ধে যাপিয়ে পরে ছিলেন। প্রতি বছরের এ বছরও আমাদের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা কর্মসূচীর আহবান করেছেন। আর এই সমাবেশকে সফল করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হবে।

জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির বলেন, নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশকে সফল করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে রওনা হবো। আমি সমাবেশকে সফল করার সকলের সহযোগীতা কামনা করছি।

তিনি আরও বলেন, রাজনীতি করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দলকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করবো।

শহর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন সাজনু ভূইয়া বলেন, প্রতিবছরের নেয় এ বছরও আমরা সোহরাওয়ার্দী উদ্যানের কর্মসূচী সফল করার জন্য অংশগ্রহন করবো। কারন এই দিন জাতির পিতার বক্তব্য শুনে ঘুমন্ত মানুষ জাগ্রত হয়ে ছিলো। ভবিষ্যত্ব প্রজন্মের কাছে এই দিনের বিষেশত্বকে তুলে ধরার জন্য ৭ই মার্চের ইতিহাস তুলে ধরতে হবে।
শহর যুবলীগের সাধারন সম্পাদক আলী রেজা উজ্জ্বল বলেন, কর্মসূচী সফল করার জন্য অবশ্যই যোগদান করবো। এর জন্য আমাদের নেতৃবৃন্দরা যেভাবে নির্দেশনা প্রদান করবেন। আমরা নারায়ণগঞ্জ থেকে বিশাল কর্মী বাহিনী নিয়ে সেই ভাবে সমাবেশে অংশগ্রহন করবো।

জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি বলেন, এই কর্মসূচীর বিষয় কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা হয়েছে। কর্মসূচিটি মূলদলের তবুও নারায়ণগঞ্জ থেকে ছাত্রলীগ আওয়ামীলীগের হয়ে কর্মসূচীতে অংশগ্রহন করবো।

মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মিনহাজুল কাদির মিমন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাদের সাথে আমার আলাপ হয়েছে। তাই বিগত বছরের মত এবারো আমি মহানগর ছাত্রলীগের পক্ষ থেকে আমার মত করে যাবো।

 

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত