নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : সোনারগাঁয়ে শিক্ষা, প্রগতি, শান্তি এই স্লোগানে পিরোজপুর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) সকাল ৮ টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি আবু নাছের কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানটির ১ম পর্বে মিলাদ ও দোয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার উম্মে সালমা । স্বাগত বক্তব্যে তিনি বলেন, আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশ বান্ধব স্কুল থাকায় আমি গর্ববোধ করি, আমি আশা করি খুব শীঘ্রই এই স্কুলটি সোনারগাঁওয়ের একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি এর সার্বিক সাফল্য কামনা করছি।
বিদ্যালয়ের অধ্যক্ষ মেহেরুননেছা দোলনের পরিকল্পনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রোকেয়া আহমেদ, প্রিমিয়ার ব্যাংক এর ম্যানেজার শাহ-আলম, চেংগাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সায়মা আক্তার, বাচ্চু মিয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. আবুল হোসেন, শওকত হোসাইন, জেসমিন আক্তার, সাংবাদিক মাজহারুল ইসলাম, সাংবাদিক গাজী মোবারক, রুবেল খান।
বিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল নাজমুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের ২য় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাফল্যের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। এ সময় সার্বিক সহযোগীতায় ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা লাকী আক্তার, শবনম, তারানা শারমিন, নাহিদা , কেয়া, লিজা, লিপি, রাজন, পান্না ম্যাডামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।