নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধিন সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরের ১নং গেইটের সম্মুখে অবস্থিত সোনারগাঁ মিনি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ৪৩ জন ছাত্র শিবির কর্মী আটক আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, ব্যানার ও লিফলেট সহ জঙ্গিকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার জামায়াত ও শিবিরের একটি দল বনভোজনের নামে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পাশের সোনারগাঁও মিনি চাইনিজ নামের রেস্টুরেন্টটিতে বৈঠক করতে ১২০ জনের কথা বলে বুকিং নেয়। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় সোনারগাঁ থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মাহামুদ মঈন ও সাধন চন্দ্র বসাক ওই রেস্টুরেন্টে গিয়ে উপস্থিতির কারণ জানতে চাইলে তারা বনভোজনের কথা জানায়। পুলিশ রেস্তোরা থেকে বেরিয়ে আসার সময় তারা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ তাদের লক্ষ্য করে ফাকাঁ গুলি ছুড়লে ২০/২৫ জন শিবির সদস্য পালিয়ে যায় ও বাকিরা অবরুদ্ধ হয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে একত্রিত হয়ে অভিযান চালিয়ে একজন শিক্ষকসহ ৪৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকার জামায়াত ও শিবিরের একটি দল সোনারগায়ের যাদুঘরের সামনে একটি মিনি চাইনিজে গোপন একটি বৈঠক করছিল। তখন পুলিশের একটি অভিযান চালায়। পরে শিবিরের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ তাদেরকে পাল্টা ফাকাঁ গুলি ছোড়ে। পরে ঘটনার সংবাদ পেয়ে থানার অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ৪৩ জন শিবির কর্মী এদের মধ্যে, আল-হাসান (২১), ইসমাইল হোসেন (২২), আল-মামুন (১৯), মাইমুল ইসলাম জিহাদ, কামরুজ্জামান (১৮), দীনইসলাম প্রমুখসহ মুল আয়োজক উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবুল হাসনাতকেও আটক করেন।
পুলিশ আরও জানায়, শিবিরের সদস্যরা এসআই মাহমুদ মুঈনের কাছে ওয়াকিটকি সেট দেখে আল্লাহু আকবর বলে হামলা চালায়। পরে খবর পেয়ে থানার টহলরত পুলিশের এসআই সাধন চন্দ্র বসাক ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের উপরও চেয়ার দিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজন শিবির কর্মী পালিয়ে যায়। পরে পুলিশ ওই রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪৩ জন শিবির কর্মীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, পোস্টার, ব্যানার উদ্ধার করা হয়।