নারায়ণগঞ্জ বার্তা ২৪( সোনারগাঁও প্রতিনিধি ) : পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করায় তৃতীয় বারের মত বরখাস্ত হলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক। গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফর নাহার স্বাক্ষরিত আদেশে তাকে বরখাস্ত করা হয়।
জানা গেছে, গত ৫ জানুয়ারী ২০১৫ সালে বিস্ফোরক আইনে দায়ের হওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পর স্থনীয় সরকার মন্ত্রনালয় থেকে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে বরখাস্ত করা হয়। পরে ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হওয়ায় ২০১৭ সালের ৮ মার্চ তাকে দ্বিতীয়বারের মতো বরখাস্ত করা হয়। এবার আরো একটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফর নাহার স্বাক্ষরিত আদেশে তাকে তৃতীয় বারের মতো বরখাস্ত করা হয়।
এদিকে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বরখাস্তের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহামুদ সহ সোনারগাঁ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।