নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়গগঞ্জের সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজি করার সময় মো. মোমেন নামের এক চাঁদাবাজকে হাতে-নাতে আটক করেছে র্যাব-১১।
২০ জুলাই শনিবার সকালে সোনারগাঁ থানার কাঁচপুর এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন এর উত্তর পাশে লেগুনা স্ট্যান্ড এ কুটি মিয়ার পিঠার দোকানের সামনে রাস্তার উপর পরিবহনে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজির নগদ ১,৮৩০ টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃত চাঁদাবাজ মো. মোমেন (৩৫) মৃত সুলতানের ছেলে।
র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব গনমাধ্যমকে এক বিবৃতে জানান, আটককৃত মোমেন কাঁচপুর মোড় এলাকার লেগুনা স্ট্যান্ড এ কুটি মিয়ার পিঠার দোকানের সামনের রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি চালকদের কাছ কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোর পূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। আটককৃত মো. মোমেন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। আটককৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।