নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় হাজী তোফাজ্জল হোসেনর স্ত্রী বেদেনা আক্তার (৬০) নামের এক গৃহকর্ত্রী মারা গেছে। আহত হয়েছে আব্দুল ছাত্তারের ছেলে নিলয় (৮), নুরুল ইসলামের ছেলে মামুন (১৭), আব্দুল ছাত্তারের স্ত্রী ফরিদা (৩৫), মৃত-মিজানুর রহমানের স্ত্রী অনি বেগম (৬০), মৃত- জয়নাল আবেদীনের স্ত্রী পারভিন বেগম (৫০) নামের পাঁচ জন। শুক্রবার ২১ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আড়াইহাজার সড়কের উপজেলাস্থ বৈরবাড়ী এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ প্রেরন করা হয়েছে। ঘাতক বাসটি কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ আটক করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আড়াইহাজারগামী অভিলাষ নামের একটি বাস (নংÑঢাকা মেট্টো-জ-১১-২০৫৫) বেপরোয়া ভাবে চালিয়ে এসে মদনপুরগামী যাত্রীবাহী একটি টেম্পুকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে টেম্পুর যাত্রী বেদেনা আক্তারের ঘটনাস্থলেই মৃর্ত্যু হয়। অন্যদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ প্রেরন করা হয়েছে। হতাহতরা সবাই টেম্পু যাত্রী ছিল। হতাহতরা উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজী পাড়া গ্রামের। ঘাতক চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তা শরিফুল হক জানান এ বিষয়ে যথাযথ ব্যবস্থ নেয়া হচ্ছে।