নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের দুইটি আর সি সি রাস্তার পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে উন্নয়ন প্রকল্পের আওতায় সনমান্দী গ্রামে মুজুবুর রহমান বাড়ি হইতে বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ বেলায়েত হোসেস এর বাড়ি পর্যন্ত এবং অপর রাস্তাটি সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয় থেকে মেইন বাস্তা বজলুবাড়ী পর্যন্ত আর সি সি ডাইল এ কাজের উদ্বোধন করেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ ।
এ সময় উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাহাবুদ্দিন সরকার, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সোলেমান হোসেন সুজন, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম , মোমেন সরকার মেম্বার , ফিরোজ আহমেদ মেম্বার, ইব্রাহিম, বিল্লাল, দেলোয়ার, রাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মনির হোসেন, হাসেম সহ প্রমুখ।
সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে সরকার লক্ষ্যের যে পদক্ষেপ নিয়েছেন সেই লক্ষ্যে সনমান্দি ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাচ্ছি। রাস্তাঘাট ব্রীজ কালর্ভাড,শিক্ষা, স্বাস্থ্য’ বাসস্থানের যে উন্নয়ন হচ্ছে । তিনি বলেন আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুষমও উন্নয়ন সাধিত করা। তিনি আরো বলেন দেহে যত সময় প্রাণ থাকবে তিনি এই সনমান্দী ইউনিয়নের মানুষের পাশে আছেন এবং আজীবন পাশে থেকে সেবা করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।