নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নের দ্বিতীয় ধাপে উৎসব মুখর ভাবে জাতীয় পরিচয়র পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হয়েছে। ২৩ই মার্চ মঙ্গলবার সকালে ইউনিয়নের সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর সঞ্চলনায় উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি এ কার্যক্রমের আনুুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ উর রহমান।
এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ উদ্যোগে সকাল থেকে উপস্থিত জনগণ সহ সকল ভোটাদের কে কোমল পানীয় শরবত, জিলাপি, বিস্কুট, চা, পান ইত্যাদি বিনামূল্যে বিতরণ করেন তাছাড়া এসময় নতুন ভোটাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
বিতরণকালে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, কৃষকলীগের সভাপতি জামাল হোসেন, হারুন রশিদ মেম্বার, ফিরোজ মেম্বার, ফজলুল হক মেম্বার, খাদিজা মেম্বার, লুৎফা মেম্বার, শাহিনা সহ প্রমুখ।
এদিকে নির্বাচন অফিসার সহ অত্র অফিসের সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক তত্বাবধানে চেয়ারম্যান সহায়তায় সুশৃঙ্খলভাবে সকল ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।