নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মাসুদ রানা ) : অমর ২১শে ফেব্রুয়ারী আজ। ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতির জীবনে অবিস্মরণীয় ও চিরভাস্বর দিন আজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর, জব্বাররা। তাদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙ্গালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রমের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চুড়ান্ত পরিণতি লাভ করে।
একুশে ফেব্রুয়ারী তাই বাঙ্গালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে। সকলের কণ্ঠে বাজছে একুশের অমর শোকসঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি. . .। মহান এই ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (২১শে ফেব্রুয়ারী) সকালে সোনারগাঁ জাতীয় শ্রমিকলীগ ও যুব শ্রমিকলীগের উদ্যোগে সোনারগাঁ উপজেলা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে উপজেলা শহীদ মিনারে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুনবী, ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক সৈয়দ মশিউর রহমান শামিম, নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, সোনারগাঁ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ মোবারক হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তফা, এড. আজিম উদ্দিন ভূইয়া, বশিরুল ইসলাম বাচ্চু, মোঃ রিয়াজুল ইসলাম রাজুন, মনির হোসেন, শাহ আলম রনি, দুলাল মিয়া, দেলোয়ার হোসেন ভূইয়া, মোঃ রানা, বেলায়েত হোসেন, সোলায়মান, রহিমা বেগম (সাবেক সংরক্ষিত মহিলা সদস্য), মীর সেলিম, যুব শ্রমিকলীগের আহবায়ক মোঃ কামাল হোসেন, সোহেল, মারুফ, জহির বাদশা, নাজমুল, মাঈনুদ্দিন টিপুৃ, রোমান বাবু, আল আমিন সরকার, কামাল, গাজী ইব্রাহিম, হালিম মিয়, মনির সহ উপজেলা জাতীয় ও যুব শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।