সোনারগাঁয়ে মেধাবী ছাত্রী সুমাইয়ার অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : ১৯ জুলাই মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ও শতবর্ষী পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ১৮ জুলাই সোমবার স্কুলে আসার সময় নৌকা ডুবিতে অত্র স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তারের অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিশেষ দোয়া মাহফিলে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুমের সভাপতিত্বে অত্র সাদিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ রশিদ মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হাই, সংরক্ষিত আসনের মহিলা ম্যানেজিং কমিটির সদস্য রেশমা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম রতন, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য শাহজাহান মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শোক সভায় বক্তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি সুমাইয়ার নামে একটি রাস্তার নামকরণ ও স্কুলের ২য় তলায় সুমাইয়া স্মৃতি পাঠাগার নামকরণে পাঠাগার উন্মুক্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ১০৭ বৎসর কেটে গেলেও এই প্রথম এমন মর্মান্তিক দূর্ঘটনা ঘটলো বলে বক্তারা উল্লেখ করেন। শিক্ষার্থীদের পারাপারের সুবিধার্থে ট্রলার বা কয়েকটি বড় নৌকার ক্রয়ের সুবিধার্থে ম্যানেজিং কমিটির সভাপতি মাসুম ভূঁইয়া ব্যাক্তিগত অর্থায়নে ৫ হাজার টাকা, স্কুলের ফান্ড থেকে ৫০ হাজার টাকা ও স্কুলের শিক্ষক মহসিন মিয়া ব্যাক্তিগত অর্থায়নে ৫ হাজার টাকা দেবার ঘোষণা প্রদান করেন এবং নদীর বিপরীত পাড় অর্থাৎ সনমান্দি ইউনিয়নের যে সকল শিক্ষার্থীরা নৌকায় করে স্কুলে আসে, এখন থেকে প্রথমে ছাত্রীরা এবং পরে ছাত্ররা ট্রলার বা নৌকা ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ১৮ জুলাই সোমবার সকালে স্কুলে আসার সময় সনমান্দি ইউপির ফতেপুর গ্রামের সাইফুদ্দিন মিয়ার মেয়ে ও অত্র স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া সহ আরও কয়েকজন নৌকাডুবির মত মারাত্মক দূর্ঘটনার কবলে পড়লে সুমাইয়ার সাথে থাকা অত্র স্কুলের ১০ শ্রেণীর ছাত্রী নাহিদা আক্তার ও দিলারা আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অসুস্থ অবস্থায় এখনো ঢামেকে ভর্তি রয়েছে, অপরদিকে দূর্ঘটনার সময় থেকে প্রায় ১ ঘন্টা পর সুমাইয়াকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে স্কুল সহ সমগ্র সাদিপুর, সনমান্দি, মদনপুর, ধামগড় সহ কয়েকটি ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। সোমবার এ ঘটনার পর ২ দিনের শোক ও স্কুলের সকল পরীক্ষা স্থগিত করে অত্র স্কুল কর্তৃপক্ষ।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত