সোনারগাঁয়ে মেঘনায় বরযাত্রীর ট্রলারে ডাকাতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ওপর দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে বরযাত্রীবাহী ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ট্রলারে ১২ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করে। এরপর লুট করে নিয়ে যায় নগদ টাকা, মোবাইল স্বর্ণালংকার। ২৭ জুন সোমবার সন্ধ্যায় মেঘনা শিল্প নগরীর ফ্রেশ সুগার মিলের সামনে মেঘনা নদীতে ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনায় মামলা দায়ের করা হয়।।

স্থানীয়রা জানান, পিরোজপুর ইউনিয়নের চরগোয়ালদী গ্রামের মালয়েশিয়া প্রবাসী নুরে আলম গত শুক্রবার বিয়ে করেন। এরপর সোমবার বরের ৩০ থেকে ৩৫ আত্মীয় দাওয়াত খেয়ে সন্ধ্যার দিকে ফেরার পথে মেঘনা নদীতে ডাকাত দলের কবলে পড়েন। এসময় তাদের ওপর আগ্নেয়াস্ত্র, চাপাতি লোহার রড নিয়ে হামলা করে ডাকাতরা। এতে ১২ জন আহত হন।

আহতরা হলেন : নুরে আলম, আব্দুল বাতেন, জুবায়ের, হাফেজ আহম্মদ, আবু ছালে, শাহ পরান, সেলিম, বিল্লাল, নাসরিন, নুরজাহান খোদেজা। এসময় ডাকাতরা তাদের ভরি স্বর্ণালংকার, নগদ লাখ টাকা মোবাইলসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।

আহত জুবায়ের বলেন, দাওয়াত খেয়ে নব দম্পতি নিয়ে ফেরার পথে নদীর মাঝখানে ডাকাতরা ট্রালারযোগে এসে আমাদের ওপর হামলা করে। ডাকাতরা সবাই মুখোশধারী ছিল।

ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন সময় সংবাদকে বলেন, এখনো কারো কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ডাকাতদের গ্রেফতারে লুট করা মালামাল উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে জেলা পুলিশ নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

নারায়ণগঞ্জ জেলা নৌপুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ডাকাতির খরর পেয়ে নৌফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান

add-content

আরও খবর

পঠিত