সোনারগাঁয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও মালামাল লুট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যবসায়ীর বসত বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদী এলাকায় এই নেক্কার জনক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী এছাক মিয়ার ফুফাতো ভাই ইলিয়াছ মিয়া (৫৭) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন উপজেলার টেমদী এলাকার হারেছ মিয়ার ছেলে আমার মামাতো ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. এছাক মিয়ার বাড়িতে গত ২০ই সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টায় পূর্ব শত্রুতার জের ধরে বিবাদী ১. মো. রতন (৫০), ২. আবুল হোসেন (৪৫) উভয় পিতা আ. কাদির ৩. তাছিম, পিতা- শাহ আলম সর্বসাং লেদামদী, ৪. মতিন সরকার (৫৫),পিতা-গফুর,৫. লায়েছ, ৬. সফিকুল,উভয় পিতা-মিয়াজান,৭. দিলবর,পিতা-মতিন, ৮. মনির, ৯. আলম উভয় পিতা -মৃত রশীদ, ১০. মামুন ১১. আলআমীন ১২.মাসুদ সর্বপিতা-লতিফ ১৩. হায়দার,পিতা-মিয়াজান ১৪. সগির,পিতা-লায়েছ ১৫.রিজবি,পিতা- মনির সর্বসাং টেমদী, ১৬. মজিদ,পিতা-খোকন,১৭. জুয়েল,পিতা-রেজাউল করিম সর্বসাং হরিহরদী সর্ব থানা সোনারগাঁও জেলা নারায়ণগঞ্জ।

উপরোক্ত বিবাদীরা একদল ভুক্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এছাক মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়িতে থাকা মজিবুর, গিয়াসউদ্দিন ও পরিবারের অন্যদের অস্ত্রের মুখে ভয় ভিতি দেখিয়ে বাড়ি থেকে তারিয়ে দিয়ে তিনটি ঘরের দরজার তালা ভেঙ্গে এবং একটি ঘরের টিন কেটে ঘরের কাজের জন্য আনা টাইলস, স্যানেটারী মালামাল, রং, ৮টি ফ্যান, ২টি টিভি, আসবাবপত্র, সেগুন কাঠ, থাই গ্লাস, ৪০ মন সরিষা, ২০ মন চাউল, ১০ মন তিল অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

এঘটনার পর থেকেই ভুক্তভোগী এছাক মিয়ার পরিবারের অন্যান্য সদস্যরা প্রাণ ভয়ে অন্যত্র লুকিয়ে বেড়াচ্ছে। এছাক মিয়ার মা আমিরুন্নেছা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই এলাকায় কোন বিচার নেই একের পর এক ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা ও সন্ত্রাসী হামলার ভয়ে আমার ছেলে এছাক এখানে থাকে না।এই এলাকার মেম্বার সাইফুল নিজেই অস্ত্র নিয়ে রাত্রে ঘুরে। তার ছত্র-ছায়ায় বিবাদীরা আমাদের বাড়িতে লুটপাট চালিয়েছে। এই ঘটনা জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার, স্থানীয় এমপি মহোদয় ও সোনারগাঁও থানা পুলিশের কাছে। আমরা এই অন্যায়ের সঠিক বিচার চাই।

add-content

আরও খবর

পঠিত