নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ই ডিসেম্বর শুক্রবার বিকালে সনমান্দী ইউনিয়নে বাংলাবাজার এলাকায় সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতালিব হোসেন।
অনুষ্ঠান শুরুতে সকল মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। পরে জাতীয় সংগীতের প্রতি সম্মান দেখিয়ে যথাযোগ্য মর্যাদায় ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং উত্তায়ন পরিয়ে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। ৬৮ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে তাদের সন্তান এবং পরিবারের মাঝে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা অনুষ্ঠানে চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ তার বক্তব্যে বলেন, সর্ব প্রথম আমি স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, যার ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করতে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে, আজ মুক্তিযোদ্ধারা তাদের যোগ্য সম্মান পেয়েছে সে কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছি এই বাংলাদেশের স্বাধীন মানচিত্র আর লাল সবুজের পতাকা। বিজয়ের এই মহান মাসে দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী সে সকল বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আসুন আমরা শান্তি-সম্বৃদ্ধপূর্ণ বাংলাদশে গড়ার লক্ষ্যে লাল সবুজ পতাকা তুলে সমবেত হই। দেশের উন্নয়নের স্বার্থে আমরা সকলেই সহযোগী হই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসাক মিয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, সনমান্দী ইউনিয়ন মুক্তিযোদ্ধার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা আব্দুল সোবান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ডা. সামসুল হক, জামাল হোসেন, খোরশেদ মোল্লা, জয়নাল আবেদীন মেম্বার, সোলেমান হোসেন সুজন, সাইফুল ইসলাম মেম্বার, দেলোয়ার হোসেন, ইব্রাহিম মিয়া মেম্বার, শাহিনা মেম্বার, হারুন রশিদ মোল্লা, মুক্তিযোদ্ধার সন্তান সৈয়দ রেজাউল হাসান রাজু, সৈয়দ রাসেদুর হাসান (রাসেল), সোহেল রানা, তরিকুল সহ মুক্তিযোদ্ধাদের সন্তান ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবার।