সোনারগাঁয়ে প্রিজাইডিং অফিসারকে মেরে রক্তাক্ত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : কিল, ঘুষি, লাথি ও ছাতা দিয়ে আঘাত। ছিড়ে ফেলা হয় কেন্দ্রে টানানো ফলাফলের চার্ট এবং দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারের পরনের শার্টও। সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ফখরুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত করেছে পরাজিত দুই প্রার্থী। পরে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে ১৫ই জুন বুধবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাঁচপীর দরগাঁহ কেন্দ্রে।

এসময় পুলিশি বাঁধা অমান্য করে চলে কয়েক দফা মারধর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরাজিত প্রার্থীর সর্মথকদের সাথে হয় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। পরে আল মাহবুব ও তার এক সমর্থককে আটক করে পুলিশ। হামলায় আহত প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলাম সোনারগাঁ উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এদিকে সরকারি কাজে বাধা এবং নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ-উর-রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মোগড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৯৬৪ ভোট রয়েছে। ভোট গণনার সময় দুই হাজার ৩০০ ভোটগ্রহণ করা হয়েছে বলে ঘোষণা দেন প্রিসাইডিং অফিসার। পরে ফল ঘোষণার সময় মাত্র ১২০০ ভোটের হিসাব দেখিয়ে প্রিসাইডিং অফিসার ভোটকেন্দ্র থেকে চলে আসতে চাইলে মেম্বার প্রার্থীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মেম্বার প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা একত্রিত হয়ে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে প্রিসাইডিং অফিসার ফখরুল ইসলামকে মারধর করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, মারধরের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় মেম্বার প্রার্থী আল মাহবুব ও তার ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত