নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়নগঞ্জের সোনারগা উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টিপরদীএলাকায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসুচি পালন করেছে পৌরবাসী। পৌরসভার ৩নং ওয়ার্ডের জায়গার অংশ কেটে নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাথে সংযুক্ত করায় সরকারী সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে এ কর্মসুচি পালন করা হয়েছে। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান ভুইয়া।
বক্তব্য রাখেন সোনারগাঁ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতিএ্যাড. সামসুল ইসলাম ভুইয়া, পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি, কাউন্সিলর আলী আকবর ও মোতালিব মিয়া স্বপন প্রমুখ।
বক্তব্যে পৌর মেয়র বলেন পৌরসভার অনুমতি না নিয়ে কোন কাজ করলে আমরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। আমরা এসেছি পৌরবাসীর অধিকার আদায় করতে। আগামী ৮দিনের মধ্যে পৌরসভার সাথে ইকোনোমিক জোনের কর্তৃপক্ষ যোগাযোগ না করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। যে কোন মুল্যে আমরা পৌরসভার অধিকার আদায় করবো।