সোনারগাঁয়ে পেপার মিলে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি, রুবেল মিয়া) : সোনারগাঁয়ে কাচঁপুরে আল নুর পেপার মিলে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৪ জন চিকিৎসাধীনের মধ্যে ৩ জন নিরাপত্তাকর্মী মারা গেছেন। নিহতরা হলেন : এম এম মোস্তাক আহমেদ,তফিজুল ইসলাম ও আসাদুজ্জামান। ৮ই জুলাই বৃহস্পতিবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়।

উল্লেখ্য যে, গত ৪ঠা জুলাই রবিবার রাত দেড়টায় কাচঁপুর বিসিক শিল্প এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আল নুর পেপার মিলে গ্যাস লাইনের রাইজারের লিকেজের আগুনে ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছিল। ওই সময় ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। নিহত এম এম মোস্তাক আহমেদ,তফিজুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে ও আসাদুজ্জামান রাতে মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, তফিজুলের শরীরের ৭৮ শতাংশ,  মোস্তাক আহমেদের ৬৮ শতাংশ ও আসাদুজ্জামান ৭৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারা বৃহস্পতিবার দিনে ও রাতে মারা গেছেন। নিহতদের লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

add-content

আরও খবর

পঠিত