সোনারগাঁয়ে নির্বাচনের জেরে যুবক খুন, গ্রেফতার ইউপি সদস্য

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান, সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইউপি নির্বাচনী শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হাতে নয়ন নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১লা জানুয়ারি শনিবার সকালে সাজালেরকান্দী এলাকা ব্রীজের পাশ থেকে নিহত নয়নের লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ৷এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নব নির্বাচিত ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত নয়ন সনমান্দি ইউনিয়নের মারুবদী গ্রামের আলম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার সনমান্দি ইউনিয়ন পরিষদে ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচিত ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও সাবেক সদস্য মো. ফিরোজ আহমেদ প্রতিদ্ব›িদ্বতা করেন। নিহত নয়ন সনমান্দি ইউনিয়নের সাবেক সদসস্য মো. ফিরোজ আহমেদের সমর্থক ছিলেন। নির্বাচনে ফিরোজ আহমেদ পরাজিত হন। পরাজিত প্রার্থীর সমর্থক নয়নকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও টেঁটাবিদ্ধ করে হত্যা করে। হত্যাকান্ডের পর রাতের আঁধারে সনমান্দী ইউনিয়নের সাজালের কান্দী ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নয়নের লাশ ফেলে যায়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর উত্তেজিত লোকজন দেলোয়ার নামের একজনকে আটক করে পুলিশে দিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত