সোনারগাঁয়ে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদদাতা ) :  উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ- এই শ্লোগানে দেশব্যাপী উন্নয়ন মেলার ন্যায় উপজেলা প্রাঙ্গনে উন্নয়ন মেলার উদ্বোধন এবং র‌্যালীর আয়োজন করেন সোনারগাঁও উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে এ মেলার উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলামের সভাপতিত্বে সোনারগাঁও উপজেলা প্রাঙ্গনে উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়াদি তুলে ধরার মতো সোনারগাঁও উপজেলা উন্নয়ন মেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, উপজেলা ভূমি অফিস, সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও বিভিন্ন ব্যাংক-সহ ৩২ টি স্টল স্থান পেয়েছে এ মেলায়।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী মানুষ সোনারগাঁও উপজেলা উন্নয়ন মেলায় অংশ নিতে দেখা যায়।

add-content

আরও খবর

পঠিত