নারায়ণগঞ্জ বার্তা ২৪(সোনারগাঁ প্রতিনিধি): শিক্ষা শান্তি একতা ও উন্নয়ণ এই শ্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ১২ ই ডিসেম্বর সোনারগায়ের কৃতি সন্তান মাইটিভির সিনিয়র সম্পাদক মামুন মোল্লার উদ্যোগে গ্র্যাজুয়েট ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠণটি প্রতিষ্ঠিত হয়।
প্রথমত সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়ণের বিভিন্ন গ্রাম থেকে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন মেধাবি ছাত্র তাদেও সমন্বয়ে কমিটি করে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ যেমন(স্বেচ্ছায় রক্তদান,গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের সহায়তা,বাল্য বিবাহ বন্ধে জনসচেতনতা,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রান বিতরণ কর্মসূচি,শিক্ষিত বেকারদের জন্য প্রশিক্ষণ কর্মশালা) ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছেন।
গ্র্যাজুয়েশন ফাউন্ডেশনের কর্ণধার মামুন মোল্লা এবং অন্যান্য সকল সদস্যদেও অক্লান্ত পরিশ্রমে এক এক করে সদস্য সংখ্যা বেড়ে ৩০০ সদস্যের একটি আলোকিত সংগঠণ হিসেবে সারা সোনারগাঁ তথা সমাজের সচেতন মহলে ব্যাপক পরিচিতি লাভ করেছে।গতকাল শুক্রবার সকাল ১০ টায় সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজারে ভাষা শহীদদের স্বরনে শোক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় প্রতিনিধি আল আমিন,পরিচালক সিরাজুল ইসলাম সাহিন,বিজয় টেলিভিশনের প্রতিনিধি দ্বীন ইসলাম অনিক মো.ফারুক হোসাইন,আবুল কালাম,মো.দুলাল,আনিস,আল আমিন, সদস্য তরিকুল ইসলাম,নুওে আলম,জসিম মাহমুদ ভূইয়া,জাহাঙ্গীর,মোস্তফা ও রুহুল আমিন সহ আরোও অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের কৃতিত্ব তুলে ধরা হয়।শোক র্যালী শেষে ফাউন্ডেশনের উদ্যোগে গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লা সোনারগাঁয়ে একটি বৃদ্ধাশ্রম গড়ে তুলবেন বলে জানান।