সোনারগাঁয়ে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : পূর্ব শত্রুতার জের ধরে সোনারগাঁয়ে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামেএ ঘটনা ঘটে। আহতরা হলেন-হাবিবুর রহমান, তার ছেলে ইউসুফ ও স্ত্রী শেফালী বেগম।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত শেফালী বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও প্র্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামের হাবিবুর রহমানের সঙ্গে একই এলাকার মোসলেম ভুইয়ার মাছের প্রজেক্ট নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শনিবার দুপুরের দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে মোসলেম ভূইয়ার ছেলে কাজল ভুইয়া, নয়ন ভুইয়া, মেহেদী ভুইয়াসহ ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, রামদা, টেঁটা, বল্লম, লোহার রড নিয়ে হামলা চালিয়ে হাবিবুর রহমান, তার ছেলে ইউসুফ ও স্ত্রী শেফালী বেগমকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে।পরে আশপাশের  লোকজন আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত হাবিবুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরেই মোসলেম ভুইয়া তার ছেলেরা আমাদের পরিবারের উপর হামলা চালিয়ে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে।

অভিযুক্ত মোসলেম ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের উপর তারা আগে চড়াও হয়েছে। হামলায় আমাদের পক্ষের লোকজনও আহত হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মনিরুজ্জামান জানান, হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা  নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত