সোনারগাঁয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সরকার ঘোষিত পাঠ্যপুস্তক দিবস উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলার ৫৩নং পাঁচপীর দরগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: সামসুন নাহার ও স্কুল কমিটির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাওলাদ হোসেন মাষ্টার বই বিতরণের অনুষ্ঠান উদ্বোধন করেন।

বই বিতরণের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহান আরা খানম, তাছলিমা আখতার, শাহিনা ইয়াছমিন, রোকসানা বেগম, মো. হাসান, সঞ্জয় কুমার দাস, রাশিদা আখতার প্রমুখ।

এদিকে নতুন বছরের প্রথম দিনেই হাতে বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা। এ সময় ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, নতুন বছরে নতুন বই পেয়ে আমরা অনেক আনন্দিত ও খুশি হয়েছি। এ জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

অপরদিকে সোনারগাঁওয়ে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাড়ীমজলিশ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৫৩নং মোগরাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাবিলগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাইকারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভটেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মেঘনা শিল্প নগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাংলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যেরবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, বারদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁও পৌরসভার আদমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, গোয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাইজদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সনমান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাঁচপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শম্ভপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, নুনেরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলোতেও উৎসব মুখর পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত