নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ঈশা খাঁ এর রাজধানী হিসেবে দেশ বিদেশে অতি সুপরিচিত সোনারগাঁয়ে আগামী ৩১ শে মার্চ অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় আগ্রহী প্রার্থীরা ইতিমধ্যে প্রচারণায় নেমে পড়েছেন। উপজেলার অলিগলি এখন তাদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে।
জানা যায়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক থাকছে। তাই নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৪ জন মনোনয়ন প্রত্যাশীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এরা হলেন- উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন ও জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম তৃণমূল আওয়ামীলীগের পছন্দের প্রার্থী। দক্ষ সংগঠক ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত মাহফুজুর রহমান কালাম নৌকার মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে তৃণমূল নেতাকর্মীরা মনে করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানা গেছে। দলীয় প্রতীক না থাকায় শেষ পর্যন্ত প্রার্থীদের সংখ্যা আরো বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। তবে এই পদে সবচেয়ে আলোচিত ও হেভিওয়েট প্রার্থী হলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, সোনারগাঁ উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল। সোনারগাঁয়ের সাংসদ লিয়াকত হোসেন খোকার আশির্বাদপুষ্ট এই প্রার্থী দীর্ঘদিন যাবত উপজেলার শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি সবসময় দরিদ্র ও অসহায় মানুষদের পাশে বন্ধু হয়ে দাঁড়িয়েছেন। এছাড়া উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের নিকটেও প্রিয় ব্যক্তিত্ব আবু নাইম ইকবাল। এ কারণে তিনি দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে পছন্দের প্রার্থী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভাইস চেয়ারম্যান পদে আরো যারা প্রতিদ্বন্দ্বীতা করবেন তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম মিয়া রূপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু, জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নেকবর হোসেন নাহিদ।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর নাম জানা গেছে। এরা হলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার সাধারন সম্পাদক, উপজেলা নারী উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও প্রমিজ চাইন্ড একাডেমীর অধ্যক্ষ মাহমুদা আক্তার ফেন্সী, বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক উর্মি আক্তার, সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার ও শ্যামলী চৌধুরী। এদের মধ্যে এমপি লিয়াকত হোসেন খোকার আশির্বাদপুষ্ট সৎ ও সুশিক্ষিত নারী নেত্রী মাহমুদা আক্তার ফেন্সীকে হেভিওয়েট প্রার্থী হিসেবে এগিয়ে রাখছেন রাজনৈতিক বিশ্লেষক ও ভোটাররা।